সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) আয়োজনে সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ প্রোগ্রামের প্রস্তুতি সভা আজ (২৩ জুন) বিকেল চারটায় ইউনিভার্সিটির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ জুলাই (শুক্রবার) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইন্সটিটিউটে সোনারগাঁও ইউনিভার্সিটির সামার-২০২২ সেশনে ভর্তিকৃত সব বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই দিন (১ জুলাই) অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিকেল ২:৩০ মিনিটে উপস্থিত হতে হবে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টায়।
সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এস. এম. নূরুল হুদা, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মেসবাউল হোসাইন, মো: রাকিবুল আলম, সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: দিদারুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, মোহাম্মদ নাদেরুজ্জামান, প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: মোস্তফা হোসাইন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এস.এম ইয়াসীন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো: মাসুদ রানা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আকমল হাকিম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আর্কিটেকচার বিভাগ, হাসান রুহান রাব্বি, শিক্ষক, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান উপস্থিত ছিলেন।