প্রথমবারের মতো গুগলে চাকরি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ। গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে নিয়োগ পেয়েছেন তিনি। গত ২৫ মে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক সুব্রত প্রামাণিক।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাকিল স্নাতক শেষ করে ২০১৯ সালে ইনোসিস সল্যুশনস নামের একটি সফটওয়্যার কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। গুগলে তিনি এসআরই বিভাগে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ রাবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি চাঁদপুরের মতলব উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাশ করেন।