২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন।
রোববার (৮ মে) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২২-এর ফরম পূরণের সময়কাল ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে।
চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত।