একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করার পর তার কাঙ্খিত স্বপ্ন সার্টিফিকেট পাওয়া। সেই সার্টিফিকেট যদি শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মাধ্যমে পায় তবে তার মতো সৌভাগ্যবান আর কেউ নেই। সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আগামী ১৩ এপ্রিল বেলা ১১টায় আয়োজনের বিষয়ে শিক্ষামন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজনের বিষয়ে মন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।