ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য প্রতিনিয়ত বিশেষ সেবা প্রদান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্রুয়ারী থেকে প্রতিদিন দু’বার সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট ও বিকাল ৪টা ১৫ মিনিটে সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রো বাস ছেড়ে আসবে। উক্ত মাইক্রোবাস সেবা গ্রহণকারী যাত্রীদের যথাক্রমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ যশোর–ঢাকা ফ্লাইটে ভ্রমণ করার সুযোগ থাকছে।
একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৩ ও বিএস-১৩১ ঢাকা থেকে যশোর ফ্লাইটের যাত্রীরা যশোর বিমানবন্দরে অবতরণের পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবে।
সাতক্ষীরা থেকে যশোরে যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতিজনের জন্য ৩৫০টাকা।
সাতক্ষীরা-যশোর-সাতক্ষীরা রুটে শাটল সার্ভিসের সেবা পেতে যোগাযোগ করুন- ০১৭০১২১০৮৭০।