করোনা পরিস্থিতির কারণে বিনা নোটিশে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০১৮ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) ক্ষুব্ধ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধের পর রোববার (২৩ জানুয়ারি) এই তারিখ ঘোষণা করা হলো।
নতুন তারিখ অনুযায়ী, ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের যে পরীক্ষা গত ২২ জানুয়ারি হওয়ার কথা ছিল, তা ২৬ জানুয়ারি সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারির পরীক্ষা হবে ২৯ জানুয়ারি সকাল নয়টায়। এ ছাড়া ২০১৮ সালের স্নাতকোত্তর প্রথম পর্বের ২৩ জানুয়ারির পরীক্ষা ২৬ জানুয়ারি বেলা তিনটায় আর ২৬ জানুয়ারির পরীক্ষা ২৯ জানুয়ারি বেলা তিনটায় হবে।
২৩ জানুয়ারি সাত কলেজের অধ্যক্ষদের পাঠানো এক চিঠিতে নতুন এই তারিখের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী। চিঠিতে আরো বলা হয়েছে, উল্লিখিত পরীক্ষাগুলোর সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।