বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্ট্যান্ডিং রিকগনিশন কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ।
শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ।
জানা গেছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পুনর্গঠন করার জন্য শনিবার বিএমডিসিতে এর কাউন্সিলদের মধ্যে নির্বাচন হয়।
এর আগে ২০১৯ সালের জুনে বিএমডিসির পুনর্গঠন করার জন্য বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাঠানো শিক্ষক প্রতিনিধিদের (অধ্যাপক) মধ্য থেকে বিএমডিসির পাঁচটি সদস্য পদের একটিতে ভোটের মাধ্যমে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য। এছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সম্প্রতি তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের ব্যবস্থাপনা বোর্ডের সম্মানিত সদস্যের দায়িত্ব পান।তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।