জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের যে সব শিক্ষার্থী করোনার টিকা নেননি তাদের টিকা দিতে ‘বিশেষ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে তিন বিশ্ববিদ্যালয় কতৃর্পক্ষের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, আজকের সভায় তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দিতে ‘বিশেষ সপ্তাহ’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে, যা শুরু হওয়ার কথা ১৬ জানুয়ারি থেকে। এই সপ্তাহ চলার সময়ে প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করার কথাও আলোচনা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে