সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে মাসে হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী রচিত?
ক. মোস্তফা চরিত খ. হযরত মোহাম্মদ গ. বিশ্ব নবী ঘ. মানব মুকুট
উত্তর: ঘ. মানব মুকুট।
২. সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি?
ক. সওদাগাত খ. সমকাল গ. উত্তরণ ঘ. শিখা
উত্তর: খ. সমকাল।
৩. সনেটের ক’টি অংশ?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
উত্তর: খ. দুটি।
৪. বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পদনা কে করেন?
ক.মুহম্মাদ শহীদুল্লাহ খ.মুহাম্মাদ এনামুল হক গ.মুহাম্মদ আবদুল হাই ঘ.মুহাম্মদ মনসুর উদ্দিন
উত্তর: ক.মুহম্মাদ শহীদুল্লাহ।
৫. বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা?
ক. কাব্য খ. নাটক গ. প্রবন্ধ ঘ. উপন্যাস
উত্তর: গ. প্রবন্ধ।
৬. ফণিমনসা কাব্যের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. আহসান হাবীব গ. সিকান্দার আবু জাফর ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম।
৭. কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ?
ক. বিষের বাঁশী খ. বন্দীর বন্দনা গ. সন্দ্বীপের চর ঘ. রুপসী বাংলা
উত্তর: ক. বিষের বাঁশী
৮. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
ক. উদাসীন খ. প্রতিকূল গ. বিশেসভাবে রুষ্ট ঘ. রাগহীন
উত্তর: ক. উদাসীন।
৯. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
ক. দেশী খ. বিদেশী গ. তৎসম ঘ. তদ্ভদ
উত্তর: গ. তৎসম।
১০. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. সুচিস্মিতা খ. সূচিস্মতা গ. সূচীস্মতা ঘ. শুচিস্মিতা
উত্তর: ঘ. শুচিস্মিতা।
১১. চাঁদের হাট বাগধারাটির অর্থ কী?
ক. বন্ধুদের সমাগম খ. আন্তীয় সমাগম গ. প্রিয়জন সমাগম ঘ. গণ্যমান্যদের সমাগম
উত্তর: গ. প্রিয়জন সমাগম।
১২. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ খ. চতুস্কোণ গ. চতুর্দশী ঘ. চতুস্পঠী
উত্তর: ক. চতুরঙ্গ।