সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
ক. গ্রিস খ. জার্মানি গ. ইন্দোনেশিয়া ঘ. নেদারল্যান্ড
উত্তর: গ. ইন্দোনেশিয়া।
২. কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভূক্ত নয়?
ক. কেরালা খ. ত্রিপুরা গ. মণিপুর ঘ. মিজেরাম
উত্তর: ক.কেরালা।
৩. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন খ. তুরস্ক গ. ফ্রান্স ঘ. স্পেন
উত্তর: গ. ফ্রান্স।
৪. United Nations Conference on Trade and Development ( UNCTAD)- এর সদর দপ্তর কোথায়?
ক. হেগে খ. জেনেভায় গ. নিউইয়র্কে ঘ. ক্যানবেরায়
উত্তর: খ.জেনেভায়।
৫. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন খ. লিওঁ গ. প্যারিসে ঘ. রোম
উত্তর: খ. লিওঁ।
৬. ফিলিস্তিনিদের মাতৃভুমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৮ খ. ১৯৫০ গ. ১৯৬৭ ঘ. ১৯৭০
উত্তর: ক. ১৯৪৮ সালে।
৭. পশ্চিম তিমুর–এর বর্তমান মর্যাদা কি?
ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য খ. একটি স্বাধীন দেশ গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ ঘ. কোনোটি নয়
উত্তর: ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য।
৮. কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
ক.৫ জুলাই খ.২১ জুলাই গ.৫ জুন ঘ. ২১ জুন
উত্তর: গ.৫ জুন।
৯. TI-এর সদর দপ্তর কোথায়?
ক.ম্যানিলা খ.বার্লিন গ.ব্যাংকক ঘ.সিঙ্গাপুর
উত্তর: খ. বার্লিন।
১০. ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশর নাগরিক?
ক. ব্রাজিল খ. ইরান গ. কেনিয়া ঘ. সুইডেন
উত্তর: গ. কেনিয়া।
১১. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক.৫৪৫ খ.৫৪৩ গ.৬১০ ঘ.৪১৫
উত্তর: খ. ৫৪৩
১২. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর খ. ভূমধ্য সাগর ও আরব সাগর গ. লোহিত সাগর ও আরব সাগর ঘ. ভূমধ্যসাগর ও কাম্পিয়ান সাগর
উত্তর: ক. লোহিত সাগর ও ভূমধ্যসাগর।