সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৫ সালে
উত্তর: গ.১৯৭৪ সালে।
২. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরষ্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য খ. উন্নয়নের গতিধারা গ. মাইক্রোক্রেডিট ঘ. বৈদেশিক সাহায্য
উত্তর: ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য।
৩. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC )-এর সদস্য সংখ্যা কত?
ক.৫ খ.৬ গ. ৯ .৭
উত্তর: খ.৬
৪. BIMSTEC কি ধরনের সংগঠন?
ক. রাজনৈতিক খ. অর্থনৈতিক গ. বাণিজ্যিক ঘ. সমাজিক
উত্তর: অর্থনৈতিক।
৫. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮৫সালে ঢাকায় খ. ১৯৮৩ সালে দিল্লীতে গ. ১৯৮৪ সালে কলম্বোতে ঘ. ১৯৮৬ সালে মালেতে
উত্তর: ক. ১৯৮৫সালে ঢাকায়।
৬. বাংলাদেশের কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
ক. ২ বার খ. ৩ বার গ. ৪ বার ঘ. ১ বার
উত্তর: ক. ২ বার।
৭.বাংলাদেশের সরকারি কর্মকমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৩৬ খ. ১৩৭ গ. ১৩৮ ঘ. ১৪০(২)
উত্তর: খ.১৩৭ ।
৮. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক. সস্তি পরিষদে খ. সাধারণ পরিষদের অধিবেশনে গ. ইকোসোক ঘ. ইউনেসকোতে
উত্তর: খ. সাধারণ পরিষদের অধিবেশনে।
৯. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশ কে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক খ. মিশর গ. জর্ডান ঘ. মিশর
উত্তর: ক. ইরাক।
১০. সোনালি আঁশের দেশ কোনটি?
ক. ভারত খ. শ্রীলঙ্কা গ. বাংলাদেশ ঘ. চীন
উত্তর: গ. বাংলাদেশ।
১১. বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল?
ক. বর্ধমান হাউজ খ. বাংলা ভবন গ. চামেলী হাইজ ঘ. আহসান মঞ্জিল
উত্তর: ক. বর্ধমান হাউজ।
১২. বাংলাদেশের ফরাজী আন্দোলনের প্রবক্তা কে?
ক. দুদু মিয়া খ. তিতুমীর গ. হাজী শরীয়তুল্লাহ ঘ. সৈয়দ আহমদ
উত্তর: গ. হাজী শরীয়তুল্লাহ।
১৩. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কি ছিল?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাষণ খ. বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা গ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈর্ষম্য দূরীকরণ ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধান
উত্তর: খ. বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা।
১৪.বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাতে?
ক. তৈরি পোশাক খ. পাট গ. গম ঘ. চা
উত্তর: ক. তৈরি পোশাক।
১৫.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর খ. গোয়ালন্দ গ. ভোলা ঘ. মুন্সিগঞ্জ
উত্তর: খ. গোয়ালন্দ।