সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। চলতি মাসের মধ্যে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার কথা রয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১.বাংলাদেশ–ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর?
ক. ১০ বছর খ. ২০ বছর গ.৩০ বছর ঘ. ৪০ বছর
উত্তর: গ.৩০ বছর।
২. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক. পাট খ. গম গ. তৈরি পোশাক ঘ. চা
উত্তর: গ. তৈরি পোশাক।
৩. কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
ক.মোহম্মাদ আইয়ুব খান খ.আখতার হামিদ খান গ.আব্দুল হামিদ খান ভাসানী ঘ.এ কে ফজলুল হক
উত্তর: খ.আখতার হামিদ খান।
৪. ছয়–দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায় খ. লাহোরে গ. করাচিতে ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: খ. লাহোরে।
৫. বাংলায় চিরস্থায়ী ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. কর্নওয়ালিস খ. ক্লাইভ গ. জন মেয়ার ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তর: ক.কর্নওয়ালিস।
৬. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুর খ. ঠাকুরগাঁ গ. লালমনিরহাট ঘ. পঞ্চগড়
উত্তর: ঘ. পঞ্চগড়।
৭. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ খ. সুরমা গ. চন্দনা ঘ. রুপসা
উত্তর: খ. সুরমা।
৮. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
ক. সোনারগাঁও খ. ময়নামতি গ. ঢাকা ঘ. পাহাড়পুর
উত্তর: ক. সোনারগাঁও।
৯. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. রাঙ্গামাটি খ. রংপুর গ. সিলেট ঘ. কুমিল্লা
উত্তর: গ. সিলেট।
১০. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. আট খ. নয় গ. এগারো ঘ. দশ
উত্তর: গ. এগারো।