সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। চলতি মাসের মধ্যে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার কথা রয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১.‘তুমি তো ভারি সুন্দর ছবি আকোঁ!- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
ক. অনুসর্গ অব্যয় খ. অনুকার অব্যয় গ. অনম্বয়ী অব্যয় ঘ.পদম্বয়ী অব্যয়
২. ‘বাধন হারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক. ভ্রমণ কাহিনী খ. নাটক গ. কবিতা ঘ. উপন্যাস
৩. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
ক. অজানা খ. দোতালা গ. কানাকানি ঘ. আশীবিষ
৪.‘আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভাতি খ. অংশ গ. অনল ঘ.জ্যোতি
৫. প্রতাপ আদিত্য কে ছিলেন?
ক. বাংলার শাসক খ. বাংলার বারো ভুঁইঞাদের একজন গ. রাজপুত রাজা ঘ. মোগল সেনাপতি
৬.কোন শব্দ দিয়ে উপসর্গ গঠিত হয়েছে?
ক. অজানা খ. আঘাটা গ.আষাঢ় ঘ.আনন
৭.সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশিবেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও ক্রিয়া খ. বিশেষ্য ও বিশেষণ পদে গ. ক্রিয়া ও সর্বনাম ঘ. বিশেষণ ও ক্রিয়া
৮. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
ক. শূণ্য খ. পূন্য গ. ভূবন ঘ. ত্রিভুজ
৯. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৮ খ. ৯ গ. ৭ ঘ. ১০
১০. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক. সংস্কৃত খ. তুর্কি গ. হিন্দ ঘ. আহমিয়া
উত্তর: ১. গ, ২. ঘ, ৩.গ, ৪. গ, ৫.খ, ৬.ক, ৭. গ, ৮. ঘ, ৯.গ, ১০.খ।