বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম বিশ্ব বিজ্ঞান একাডেমির (টিডব্লিউএএস) ফেলো নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশে আধুনিক বায়োটেকনোলজির প্রয়োগে কৃষিতে একটি নতুন বিপ্লব সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন।
আন্তর্জাতিকভাবে মনোনীত বিশ্ব জ্ঞানভাণ্ডারে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলোদের ভোটে নতুন ফেলো নির্বাচন করা হয়। সম্প্রতি ইতালিতে অবস্থিত বিশ্ব বিজ্ঞান একাডেমির সদর দপ্তর থেকে সংস্থাটির সভাপতি এবং নির্বাহী পরিচালক প্রফেসর তোফাজ্জল ইসলামকে এক অভিনন্দন বার্তার মাধ্যমে এ সংবাদ জানান।
প্রফেসর ড. মো. তোফাজ্জল ২০২২ সালের ১ জানুয়ারি থেকে আজীবনের জন্য বিশ্ব বিজ্ঞান সংস্থাটির ফেলো হিসেবে উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞান উন্নয়নে কাজ করবেন। আগামী বছরের শুরুতে ইতালিতে নতুন ফেলো হিসেবে তার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।