পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণীর ৭ নভেম্বরে অনুষ্ঠিতব্য `A’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বর ও ৮ নভেম্বরের ভর্তি পরীক্ষা আগামী ২১ নভেম্বরে নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য ইউনিটের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জাবি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।