ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ২০২১-২০২২ সেশনে দেড় বছর মেয়াদি এম এস কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা : প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে মনোবিজ্ঞানে ন্যূনতম ৫০% নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ৩ অর্থাৎ B সহ ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা মনোবিজ্ঞানে তিন বছরের সম্মান ও এক বছরের এমএসসি/ এমএস ডিগ্রি থাকতে হবে। যে সব শিক্ষার্থী মনোবিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষা দিয়েছে, তারাও আবেদন করতে পারবে।
আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ ও আবেদনপত্রের মূল্য : আগ্রহী প্রার্থীদের নগদ ১,৫০০ টাকা জমা দিয়ে আগামী ১ নভেম্বর ২০২১ থেকে ৮ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বিকেল ৪টার মধ্যে বিভাগীয় অফিস, কক্ষ নং-৫০১৭ (৫ম তলা), কলাভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবেদন পত্র সংগ্রহ করে সব পরীক্ষার সত্যায়িত মার্কশীট ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ জমা দিতে হবে।
লিখিত পরীক্ষার তারিখ : ১০ ডিসেম্বর, ২০২১ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, বিকেল সাড়ে ৪টায়, বিভাগীয় নোটিশ বোর্ডে।
মৌখিক পরীক্ষার তারিখ : ১২ ডিসেম্বর ২০২১, সকাল ১০টায়।
চূড়ান্ত ফল প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, বিকেল সাড়ে ৪টায়, বিভাগীয় নোটিশ বোর্ডে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ৯৬৬১৯০০/৭৮০১