কয়েক মাস ধরেই বাড়ছিল সোনার দাম । বছরেই সোনার আউন্সপ্রতি দাম বেড়ে ২ হাজার ডলারে উঠবে বিশ্লেষকেরা বলে আসছিলেন। সব রেকর্ড ভেঙে ফেলবে চলতি সপ্তাহে সোনার দাম অতীতের দাম থেকে।

সপ্তাহের প্রথম কর্মদিবসেই সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৪৪ দশমিক ৭১ পয়েন্টে উঠে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়। যায় আগের রেকর্ডটি ১০ পয়েন্টের মতো পেছনে পড়ে যায়, চলতি বছরে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এ বছরে সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। নতুন রেকর্ড গড়েছে বিশ্ববাজারে।

প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৪৫ ডলারে ও রুপার দাম ২৪ ডলারে

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা,করোনাভাইরাসের প্রভাব বৈশ্বিক শেয়ারবাজারের অস্থিরতা, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের বিনিময় হার দুর্বল হয়ে পড়া এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ‘সেফ হ্যাভেন’ বা নিরাপদ বিনিয়োগখ্যাত সোনা কেনায় ঝুঁকছেন। কিন্তু নতুন খনি আবিষ্কার করা না হলে আগামী ২০ বছরের মধ্যেই খনিতে সোনার মজুত শেষ হয়ে যাবে। কারণ, ইতিমধ্যেই মজুতের ৮০ শতাংশ উত্তোলন করা হয়ে গেছে।

সূত্র: এএফপি, সিএনবিসি, ট্রেডিংইকোনমিকস, গোল্ডপ্রাইসডটওআরজি।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে