সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বিগত বছরের ভর্তি পরীক্ষায় আসা ৮টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : মালিকানা স্বত্ব হ্রাসের সঠিক কারণ হলো-
উত্তর: খরচ ও দায় কমে যাওয়া।
প্রশ্ন : অংশীদারি কারবারের প্রধান বৈশিষ্ট্য হলো-
উত্তর : চুক্তিবদ্ধ সম্পর্ক।
প্রশ্ন : কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা নেয়া হয়?
উত্তর : পুনরাবৃত্তিমূলক সমস্যা।
প্রশ্ন : অর্থের ক্রয় ক্ষমতাকে বলা হয় অর্থের-
উত্তর : মূল্য।
প্রশ্ন : শেয়ার সার্টিফিকেট হারিয়ে গেলে কোম্পানি কি প্রদান করে-
উত্তর: ক্ষতিপূরণপত্র।
প্রশ্ন : লেখকের অধিকার সুরক্ষায় কোন আইনটি কার্যকর?
উত্তর: কপিরাইট।
প্রশ্ন : এক ধরনের একার্থক পরিকল্পনা হলো-
উত্তর: প্রকল্প।
প্রশ্ন : হিসাবের তিনটি উপাদান কি কি–
উত্তর: নাম, দাতা ও গ্রহীতা ।