সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘রসায়ন‘ বিষয় থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
রসায়ন
প্রশ্ন : বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে-
উত্তর : উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপে।
প্রশ্ন : ক্লিমেনসন বিজারণে বেনজালডিহাইড থেকে উৎপন্ন হয়-
উত্তর : টলুইন।
প্রশ্ন : সোডিয়াম আয়নে ইলেকট্রন থাকে কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : শরীরের ব্যথা-বেদনা উপশমে ব্যবহৃত হয়?
উত্তর : অবহেলিত রশ্মি।
প্রশ্ন : হাইড্রোজেন ফুয়েল সেলে উপজাত হিসেবে পাওয়া যায়-
উত্তর : H2O
প্রশ্ন : চামড়া প্রক্রিয়া জাতকরণে ব্যবহৃত হয়-
উত্তর : Cr2(SO4)3
প্রশ্ন : ফসফরাস অ্যাসিডের সংকেত হলো-
উত্তর : H3PO3
প্রশ্ন : জলীয় দ্রবণে দ্রবীভূত গ্লুকোজে অপ্রতিসম কার্বনের সংখ্যা কতটি?
উত্তর : ৪টি।
প্রশ্ন : পাইরেক্স গ্লাস তৈরিতে ব্যবহৃত হয়-
উত্তর : SiO2
প্রশ্ন : দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য হলো-
উত্তর : পিপেট।