সুপ্রিয় ৪৩তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘কম্পিউটার ও তথ্য প্রযুক্তি‘ বিষয় থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতিমূলক লেখা প্রকাশ করা হবে। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : কম্পিউটারের জনক বলা হয় ।
উত্তর: চার্লস ব্যাবেজকে।
প্রশ্ন : কতসালে প্রথম কম্পিউটারে সংরক্ষিত প্রোগ্রামের অভিধারনার জন্ম হয়?
উত্তর: ১৯৪৫ সালে ।
প্রশ্ন : কম্পিউটারের প্রজন্ম কয়টি ?
উত্তর: ৫টি।
প্রশ্ন : মাইক্রোপ্রসেসর কীসের চাহিদা মেটাতে উদ্ভাবিত হয়?
উত্তর: ক্যালকুলেটরের।
প্রশ্ন : সংরক্ষিত প্রোগ্রামের ধারণা দেন কে?
উত্তর: ড. জন ভন নিউম্যান ।
প্রশ্ন : সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট প্রথম এডসাক কে তৈরি করেন ?
উত্তর: অধ্যাপক মরিস ইউকিস।
প্রশ্ন : আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে কত সালে ?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন : আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার কত প্রকার?
উত্তর: ৪ প্রকার।
প্রশ্ন : কত সালে ট্রানজিস্টর উদ্ভাবন করা হয়?
উত্তর: ১৯৪৮ সালে।
প্রশ্ন : আইবিএম-১৬২০ কম্পিউটারটি কত সালে বাংলাদেশে স্থাপন করা হয়েছিল ?
উত্তর: ১৯৬৪ সালে।
প্রশ্ন : ১৬৩০ সালে প্রথম তৈরি করা হয়-
উত্তর: স্লাইড রুল ।
প্রশ্ন : কম্পিউটারের সংগঠন বা হার্ডওয়্যারের প্রধান অংশ কয়টি?
উত্তর: তিনটি।
প্রশ্ন : মার্ক-৩ কোন প্রজন্মের কম্পিউটার ?
উত্তর: ১ম প্রজন্মের।
প্রশ্ন : ইউনিভ্যাক -১ ছিল –
উত্তর: প্রথম প্রজন্মের ডিজিটাল কম্পিউটার।
প্রশ্ন : মার্ক-১ এর দৈর্ঘ্য ছিল-
উত্তর: ৫১ ফুট লম্বা।