বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল স্বাগতিক বাংলাদেশের প্রতিদ্বিন্দ্বিতা করবে সফরকারি নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চার’টায় মাঠে গড়াবে খেলাটি। কিউই’দের বিপক্ষে বড় জয়ে আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাটে তিন ধাপ উন্নতি করেছে টাইগার’রা। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পেছনে ফেলে দশ থেকে ৭ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে সফরকারি নিউজিল্যান্ডকে মাত্র ৬০ রানে বেঁধে দিয়ে ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় ঘরে তুলেছে বাংলাদেশ।
স্বাগতিকদের বোলিং দাপটে বেশিক্ষণ স্থায়ী হয়নি কিউইদের ইনিংস। সাকিব-মুস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ১৬ দশমিক ৫ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান দখল করেন সর্বোচ্চ ৩’টি উইকেট। এছাড়া, দুটি করে উইকেট নেন সাকিব, নাসুম ও সাইফুদ্দিন।
৬১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে মোহাম্মদ নাঈমের উইকেট খুঁইয়ে বসে বাংলাদেশ। দলীয় সাত রান হতেই লিটন দাসও প্যাভিলিয়নের পথে পা বাড়ান। পরে মুশফিক’কে সাথে নিয়ে ৩০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাকিব। ব্যাক্তিগত ২৫ রানে রাচিন রাভিন্দ্রের শিকার হন তিনি।
পরবর্তীতে রিয়াদ-মুশফিক জুটি ৩০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অলরাউন্ড পারফর্মের জন্য খেলা শেষে ম্যাচেসেরার পুরষ্কার ওঠে সাকিব আল হাসানের হাতে