গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার নীতিগত সিদ্ধান্ত নেন সিন্ডিকেট মিটিংয়ে। বিশ্ববিদ্যালয় উপাচার্য এই বিষয় নীতিমালা নির্ধারণ করতে ঢাবির সিন্ডিকেট সদস্য ও ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক টিটু মিয়াকে নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ থেকে শুরু করে প্রতিবছর শিক্ষার্থী ভর্তি শুরুতে ডোপ টেস্ট করানো হবে বলে অধ্যাপক টিটু জিয়া জানান। এ ছাড়াও প্রতি ইয়ারে একবার ডোপ টেস্ট করতে হবে।