আইরিস আ্যাপফল,আমেরিকান স্টাইল আইকন, ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার ১০০ বছরে পা দিয়েছেন। তাকে বিশ্বের সবচেয়ে টিন এজার আইকন বলা হয়। ১৯২১ সালের ২৯ আগস্ট তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। ২০১৫ সালেও তিনি নিজের ডিজাইন করা ৩০০ পোশাকের প্রদর্শনী করেন। বয়স ১০০ বছর হলেও অবসরে যাওয়ার চিন্তা করছেন না এই টিনেজার।