দক্ষিণ আফ্রিকার ফিল্ডার জন্টি রোডসের ছবি তার অসাধারণ ফিল্ডিংয়ের জন্য সেই দেশের মুদ্রায় ছাপা হয়েছিল। ১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ফিল্ডার জন্টি রোডস, যিনি অতিরিক্ত খেলোয়াড় হিসাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৫টি ক্যাচ নিয়ে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন।
১৯৯২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে খেলা চলাকালীন জন্টি রোডসের বিশেষ কৃতিত্বের জন্য তার ছবি সে দেশের মুদ্রায় ছাপা হযয়েছিল। দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করে ৫০ ওভারে ২১১ রান করে। জবাবে পাকিস্তানি দল তাড়া করতে নামে। দক্ষিণ আফ্রিকার পক্ষে এই ম্যাচটি জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল।
এই ম্যাচে জন্টি রোডস পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন। সেইসময় তিনি ইনজামাম-উল-হককে উড়ন্ত অবস্থায় রান আউট করেন। ইনজামাম ক্রিজ থেকে ছিলেন প্রায় দুই ফুট দূরে। শেষমেষ পাকিস্তানি দল ১৭৩ রানে অলআউট হয় ও দক্ষিণ আফ্রিকা জয়ী হয়। এটি বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা রান আউট। এরপর জন্টি রোডসকে সম্মান জানাতে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার সরকার ওই বিশেষ মুহূর্তের ছবিটি তাদের দেশের মুদ্রায় প্রকাশ করেছিল।