আপনাদের কি মুক্তা-মনির কথা মনে আছে ? সেই জোড়া শিশু মুক্তা-মনির জন্মদিন আজ। দিনাজপুরে ১১ বছর আগে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নিয়েছিল শিশু দু’টি। দেশের চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে দুই বোনকে আলাদা করা হয় অত্যন্ত সফলতার সঙ্গে।
প্রতি বছর শিক্ষক, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কেক কেটে জন্মবার্ষিকী উৎযাপন করা হলেও, করোনা পরিস্থিতির কারণে এবার ঘরোয়া পরিবেশে জন্মদিন উৎযাপন করা হবে বলে জানান মণি-মুক্তার বাবা জয় প্রকাশ পাল। এসময় দেশবাসীর কাছে শিশু দুটির জন্য দোয়া চান তাদের বাবা।
বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা মণি-মুক্তা এখন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
২০০৯ সালের ২২ আগস্ট অস্ত্রোপাচারের মাধ্যমে মণি ও মুক্তা জোড়া লাগা অবস্থায় জন্ম নেয়। পরে ৮ ফ্রেব্রুয়ারি ঢাকা শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মণি-মুক্তা ভিন্ন সত্তা ও ভিন্ন জীবন লাভ করে।