চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বষের্র স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের নতুন তারিখ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০তম সভার সিদ্ধান্তক্রমে ভর্তি ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত তারিখ অনুসারে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট , ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-ইউনিট ‘বি–১’ ও ‘ডি–১’ এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
চারুকলা ইনস্টিটিউট- ১৫ নভেম্বর। নাট্যকলা বিভাগ- ১৬ নভেম্বর। সংগীত বিভাগ- ১৮ নভেম্বর। ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ- ২০ ও ২১ নভেম্বর।
প্রবেশপত্র ডাউনলোডের সময়
‘বি’ ইউনিট: ১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।
‘সি’ ইউনিট: ১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।
‘ডি’ ইউনিট: ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।
‘এ’ ইউনিট: ১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।
উপ-ইউনিট বি১: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।
উপ-ইউনিট ডি১: ২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।