নানা প্রতিবন্ধকতা স্বত্বেও বঙ্গবন্ধুর দেয়া রুপরেখা ও দর্শন অনুযায়ী শিক্ষাখাতের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ৭ আগস্ট, বিকাল তিনটায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর বিশেষ প্রকাশনা কলম’-এর মোড়ক উন্মোচনী ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ও তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাউন্সিলিংয়ের ওপর জোর দিয়েছে সরকার। এছাড়া, শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে তৈরিতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, কারিগরি ও কৃষিশিক্ষার ওপর জোর দেয়ার কথা বলেন তিনি। এছাড়া, ইরাবের বিশেষ প্রকাশনা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, এটি শিক্ষা ক্ষেত্রে সহায়ক সংকলন হবে। শিক্ষাখাতে অনিয়ম-অব্যবস্থাপনা রোধে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হবে বলেও উল্লেখ করেন দীপুমনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, দৈনিক বাংলা’র নির্বাহী সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরাবের সভাপতি সাব্বির নেওয়াজ, পরিচালনা করেন ইরাবের  সাধারণ সম্পাদক  শরীফুল  আলম সুমন ও স্বাগত বক্তব্য রাখেন ইরাবের সহ-সভাপতি নিজামুল হক। অনুষ্ঠানটি সরাসরি ইরাবের ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রচার করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে