টোকিও অলিম্পিক ২০২০ ফুটবলে আগামী ৭ আগস্ট ফাইনালে মুখোমুখি ব্রাজিল-স্পেন। জাপানের টোকিওর আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ব্রাজিল-স্পেন।

ব্রাজিল প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯২০ সালে। অলিম্পিক গেমসে ব্রাজিল সর্বমোট অংশগ্রহণ করেছে ২৩ বার। টানা তিন বার ২০১২, ২০১৬, ২০২০ অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠার এক অভঙ্গুর রেকর্ড করে ব্রাজিল।

২১ বছর পর আবারো অলিম্পিকের ফাইনালে স্পেন। ১৯৯২ সালে অলিম্পিকে স্বর্ণ জিতেছিল স্পেন। ওইবারই ফুটবলের অভিষেক হয়েছিল। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, ক্যামেরুনের কাছে হেরে রুপা জেতে।

একনজরে অলিম্পিক ব্রাজিলের দল

গোলকিপার: ব্রেন্নো (গ্রেমিও), লুসাও (ভাস্কো দা গামা), সান্তোস* (আথলেতিকো পারানেন্সে)

ডিফেন্ডার: নিনো (ফ্লুমিনেন্স), রিকার্দো গ্রাকা (ভাস্কো দা গামা), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), দানি আলভেজ* (সাও পাওলো), দিয়েগো কার্লোস* (সেভিয়া), আবনের ভিনিসিয়ুস (আথলেতিকো পারানেন্সে), ব্রুনো ফুখস (সিএসকেএ মস্কো)।

মিডফিল্ডার: মাতেউস এনরিকে (গ্রেমিও), ব্রুনো গিমারেস (লিওঁ), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ক্লদিনিও (রেড বুল ব্রাগান্তিনো), রেইনিয়ের (ডর্টমুন্ড)।

ফরোয়ার্ড: গাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), পাওলিনিও (লেভারকুসেন), রিচার্লিসন (এভারটন), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), আন্তোনি (আয়াক্স), ম্যালকম (জেনিত)।

একনজরে অলিম্পিক  স্পেনের  দল

গোলরক্ষক: আলভারো ফার্নান্দেস, উনাই সিমন, অ্যালেক্স ডমিঙ্গুয়েজ

ডিফেন্ডার: অস্কার মিঙ্গুয়েজা, জেসুস ভাল্লেজো, এরিক গার্সিয়া, পাউ তরেস, অস্কার গিল, জুয়ান মিরান্দা

মিডফিল্ডার: মার্ক কুকুরেয়া, জন মনকায়েলো, মার্টিন যুবিমেন্দি, দানি সেবায়োস, মিকেল মেরিনো, কার্লোস সোলের, পেদ্রি

ফরোয়ার্ড: সেভিয়ার ব্রায়ান হিল, মার্কো আসেনসিও, দানি অলমো, মিকেল ওইয়ারসাবাল, রাফা মির ও জাভি পাউদো।

তথ্যসূত্র: গোল ডট কম, অলিম্পিক ওয়েবসাইট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে