২০২২ সালের কাতার বিশ্বকাপকে ঘিরে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আবারও। বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ১৬ নভেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফিফার নিয়ম অনুসারে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে এমন ১০টি দলের প্রতিটিকেই গ্রুপ পর্বে অন্তত ২টি করে ম্যাচ খেলতে হবে । এতে যে দল ভালো করবে সে দলই বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিল হারলেও তবে তাদের সুযোগ রয়েছে প্রতিশোধ নেওয়ার।