বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় টিকা গ্রহণের সার্টিফিকেট/প্রমাণপত্র সংরক্ষণ করতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে কাজে লাগে।
পিএসসির বিজ্ঞপ্তিতে, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের করোনা টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকা নিতে হবে। এ ছাড়া টিকা গ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
২৮ জুলাই পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।