গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৪২তম (বিশেষ) বিসিএস-এর প্রিলিমিনারিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ছয় হাজার ২২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে তা দুবার স্থগিত করে বিপিএসসি। ইতোমধ্যে ৩ হাজার ৩০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত। ১০০ নম্বরের এ মৌখিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় ও দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে না। মৌখিক পরীক্ষার প্রার্থীদের তালিকা কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে আপলোড করা থাকবে। প্রার্থীরা চাইলে পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
১৯ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিপিএসসি।