আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ইনিংসে দ্রুততম ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড এত দিন ছিল গেইলের। ১৬ জুলাই সেন্ট লুসিয়ায় অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গেইলের সতীর্থ এভিন লুইস তা নিজের করে নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৩ ম্যাচে ৪২ ইনিংসে ব্যাট করা লুইসের ছক্কাসংখ্যা এখন ১০১। গেইল ২০১৭ সালে ৪৯তম ইনিংসে তখনকার দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড গড়েছিলেন। গেইলের চেয়ে ৭ ইনিংস কম খেলেই এই রেকর্ড নিজের করে নেন লুইস। দ্রুততম ১০০ ছক্কার রেকর্ডে শীর্ষে ৫ খেলোড়ারের তালিকা নিচে দেয়া হলো:
ইনিংস খেলোয়াড় দেশ
৪২ এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজ
৪৯ ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ
৫৭ কলিন মানরো নিউজিল্যান্ড
৭০ অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া
৭২ মার্টিন গাপটিল নিউজিল্যান্ড