অবশেষে বহুল প্রতিক্ষিত সেই চুক্তিটি সম্পন্ন । মেসির সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন বার্সেলোনা। ৫০ শতাংশ পূর্বের বেতেনের ডিসকাউন্টে ৫ বছরের জন্য বার্সেলোনার সাথে চুক্তি করতে লিয়োনেল মেসি। স্প্যানিশ গণমাধ্যম এল ই-স্পোর্টিউ রিপোর্ট প্রকাশ করেছে যে, মেসি এবং বার্সার মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। নতুন চুক্তিটি হচ্ছে আগামী ৫ বছরের জন্য।
স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে আগামী দু’ একদিনের মধ্যে তা সরাসরি ভাবে জানা যাবে।মেসি স্প্যানিশ ক্লাব থেকে যে অবসরে তবে তা নিশ্চিত। ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছেন মেসি, যা নজিরবিহীন। এক পরিসংখ্যানে দেখা গেছে মেসির অর্ধেক বেতন কমিয়ে বার্সার সাথে চুক্তিতে দৈনিক ক্ষতি বাংলাদেশি টাকায় ৫ লাখ ২ হাজার ৫০০টাকা।