আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশু ক্রয়-বিক্রয় সংক্রান্ত জনস্বার্থে এক জরুরী বার্তা দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়, করোনা সংক্রমণ রোধে সরকার সারাদেশে কোরবানি পশু ক্রয়-বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। খামারি ও ক্রেতাসাধারণকে কোরবানির পশু অনলাইনে ক্রয়-বিক্রয়ের অনুরোধ করা হলো- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।