গতকাল রাত ৯টায় অধিকার টিভির আয়োজনে ফেসবুক পেইজ লাইভ প্রোগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে গৌরব গাঁথার কথা শুনান,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চেয়ারম্যান, শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক ড. আব্দুল খালেক, সদস্য, শিক্ষা বিষয়ক সংসদীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম সোহেল, কলেজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক প্রফেসর ড. আমির আলী আজাদ, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক ড. কুদ্দুস সিকদার, বিএল কলেজ, খুলনার সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বিজয় কুমার ঘোষ।
অনুষ্ঠানে প্রধান আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চেয়ারম্যান, শিক্ষা ও মানব সম্পদ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যাপক ড. আব্দুল খালেক স্মৃতিচরণে বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পস দেশের স্বাধীনতা সংগ্রামে ব্যাপক ভূমিকা রাখেন। বায়ান্নে ভাষা আন্দোলন, ৭১রে স্বাধীনতা ও যুদ্ধ পরবর্তী সময় স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখে। তিনি আরো বলেন দেশের প্রথম শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি।
অধিকার টিভির আয়োজনে এবং সোনারগাঁও ইউনিভার্সিটি ও যাচায় ডট কম -এর সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।