পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক বছর মেয়াদি পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট (পিজিডিআরডি) প্রোগ্রামের সপ্তম ব্যাচের অটাম টার্মে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা : স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস।
প্রোগ্রামের সুবিধাসমূহ : ১. বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, ২. ফ্রি আবাসন, ৩. আধুনিক গ্রন্থাগার ব্যবহারের সুযোগ, ৪. অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ, ৫. ফ্রি ওয়াই-ফাই সুবিধা, ৬. ছাত্র-ছাত্রীদের আত্ম-উন্নয়নকল্পে কাউন্সিলিং, ৭. সেমিনার/কর্মশালায় অংশগ্রহণের সুযোগ, ৮. সর্বজনীন সাধারণ বৃত্তি, ৯. মেধা বৃত্তি, ১০. ইনডোর-আউটডোর খেলাধুলার সুবিধা, ১১. সুইমিং পুল ব্যবহারের সুবিধা, ১২. শিক্ষা সফর, ১৩. বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তি কার্যক্রম, ১৪. চাকুরিপূর্ব অভিজ্ঞতা সঞ্চয়ে ইন্টার্নশিপ, ১৫. আরডিএ, বগুড়ায় ক্যারিয়ার গঠনের সুযোগ।
আবেদনপত্র ও কাগজপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৩।
নির্বাচনী পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৩।
নির্বাচিতপ্রার্থীদের তালিকা প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩।
ভর্তি শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৩।
ভর্তির শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৩।
ওরিয়েন্টশন ওয়ার্কশপ: ৩ অক্টোবর ২০২৩।
ক্লাস শুরু: ৪ অক্টোবর ২০২৩।
যেভাবে আবেদন করবেন : প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আরডিএ ওয়েবসাইটে (www.rda.gov.bd) দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেয়ার ঠিকানা : আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ “মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া” বরাবর ২০০ টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফটসহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত “‘পিজিডিআরডি অফিস, কক্ষ নং – ৫০৮, অনুষদ ভবন ২, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া” বরাবরে জমা দেয়া যাবে অথবা কর্মসূচি পরিচালকের ই-মেইল আইডিতে (mehdeerda@gmail.com) পাঠানো যাবে।
আবেদনপত্রের সাথে সত্যায়িত যেসব কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে: ১. এসএসসি, এইচএসসি, ম্নাতক ও য্নাতকোত্তর প্রযোজ্য ক্ষেত্রে)/ সমমানের ডিগ্রি পাশের সনদপত্র ও মার্কশিট, ২. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, ৩. সর্বশেষ অধ্যায়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র, ৪. জাতীয় পরিচয়পত্র, ৫. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
জেনে রাখুন : সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে৷ সরকারি কর্মকর্তারা (ক্যাডার ও নন-ক্যাডার) শিক্ষা ছুটি নিয়ে কোর্সটি করতে পারবেন ।
পিজিডিআরডি প্রোগ্রামের বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :