২০২৩ সালের দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। তাদের ৬০০ জনকে মেধাবৃত্তি ও ৭৫০ জনকে সাধারণ বৃত্তি দেবে সরকার। গর্ভমেন্ট টু পাবলিক (জিটুপি) বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের প্রকাশ করা গেজেট বা তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে সরাসরি অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দিতে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খুলতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। জানা গেছে, মেধাবৃত্তি প্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। এছাড়া বার্ষিক এককালীন দেওয়া হবে এক হাজার ৫০ টাকা। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের প্রতি মাসে ৩০০ টাকা ও বার্ষিক এককালীন ৬০০ টাকা দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দুবছর এ সুবিধা পাবেন।

দাখিলে বৃত্তি প্রাপ্ত ১৩৫০ জন শিক্ষার্থীর তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন : 

https://bmeb.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/3d62a332_0a59_45d3_a191_9fc1fcccf357/Dakhil%20Scholarship-2023.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে