স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ‘জুনিয়র প্রশিক্ষক’ পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩০ আগস্ট (বুধবার) দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৫৮৭ জন। পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে প্রার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় বাংলায় ৫০ নম্বর, ইংরেজিতে ৫০ নম্বর, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ নম্বর, গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
‘জুনিয়র প্রশিক্ষক’ পদের লিখিত পরীক্ষার বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :