মেয়েদের ফুটবল বিশ্বকাপের আসরে গত ১৬ আগস্ট স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে উড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ইংল্যান্ডের নারী ফুটবল দল। ইংল্যান্ড নারী দল প্রথমার্ধের ৩৬ মিনিটে ইল্লা টনির গোলে প্রথমে লিড নেয়। এরপর আক্রমণে জোর বাড়িয়ে সমতায় ফেরে অস্ট্রেলিয়া নারী দল। স্যাম খের ৬৩ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান।
এরপর খেই হারিয়ে জোড়া গোল হজম করে স্বাগতিক দলের মেয়েরা। ইংল্যান্ডের হয়ে ৭১ মিনিটে লউরেন হেম্প এবং ৮৬ মিনিটে এলিসিয়া রোসো গোল করেন। দ্বিতীয় গোল খাওয়ার পরে অস্ট্রেলিয়া একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি।