সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এবার ২০২৩ সালের আলিমের আইসিটি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। এর মধ্যে লিখিত অংশে থাকবে ৫০ নম্বর, আর ব্যাবহারিকে থাকবে ২৫ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ প্রশ্ন ২০ নম্বর থাকবে। গত ৯ আগস্ট আইসিটি বিষয়ের পরিবর্তিত নম্বর বিভাজন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমের আইসিটি বিষয়ের পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর ব্যাবহারিক পরীক্ষা হবে ২৫ নম্বরের। লিখিত অংশে রচনামূলকে ৩০ নম্বর ও এমসিকিউতে ২৫ নম্বর থাকবে। রচনামূলকে মোট আটটি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে তিনটির উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে থাকবে ২৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ২০টির উত্তর দিতে হবে। রচনামূলক পরীক্ষা হবে দুই ঘণ্টা ও বহুনির্বাচনি অংশে পরীক্ষা হবে ২৫ মিনিট।