এশিয়া কাপের আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান এবং আফগানিস্তান। সিরিজে স্বাগতিক দেশ হিসেবে অংশ নিচ্ছে আফগানিস্তান। তবে ভেন্যু জটিলতার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসসিসি’র দিকেই তাকিয়ে ছিল দেশটি। অবশেষে মিলেছে সবুজ সংকেত। শ্রীলঙ্কায় দুই ভেন্যুতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখেই মূলত এই সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান এবং আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সূচি
১ম ওয়ানডে ২২ আগস্ট, শ্রীলঙ্কার হাম্বানটোটায়
২য় ওয়ানডে ২৪ আগস্ট, শ্রীলঙ্কার হাম্বানটোটায়
৩য় ওয়ানডে ২৬ আগস্ট, শ্রীলঙ্কার কলম্বোয়