সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্রিকেট টিম মাত্র ৭ ওভারে ৭ উইকেটে হারিয়ে ৩০ রান করতে পারে। ১২৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিম। সোনারগাঁও ইউনিভার্সিটির টিম ক্যাপ্টেন মেহেরাব হোসেন জসি মাঠে ব্যাটিংয়ে ১৩ বলে অপরাজিত ৪৩ রান ও বোলিংয়ে ৪ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করে আহসানউল্লাহ ইউনিভার্সিটিকে একাই ধ্বসিয়ে দেন এবং ম্যান অব দ্য ম্যাচ হন।