প্রতিবারের মতো এবারও দি থ্রি ক্রিকস কর্তৃক আয়োজিত ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩-এ সোনারগাঁও ইউনিভার্সিটির টিম অংশগ্রহণ করতে যাচ্ছে। টুর্নামেন্টের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীম আরা হাসানের সভাপতিত্বে একটি সমন্বয় সভা গত ১১ জুলাই বিকেলে ইউনিভার্সিটির গ্রীনরোডের ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ জুলাই (শুক্রবার) ইউনিভার্সিটির গ্রীনরোডের ক্যাম্পাস মিলনায়তনে ইউনিভার্সিটির শিক্ষার্থী কর্তৃক ডিজাইনকৃত সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে- গান, নাচ ও কবিতা আবৃত্তি এবং জার্সির ডিজাইনকৃতদের মধ্যে সার্টিফিকেট বিতরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রাক্তন ট্রেজারার প্রফেসর মো. আল-আমিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. হাবিবুর রহমান কামাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: মোস্তফা হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো: আবুল কাশেম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো: আবুল বাশার, নেইম-এর প্রফেসর খবিরুল হক চৌধুরী, আর্কিটেকচার বিভাগের প্রফেসর মুহাম্মদ আলী নকী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও পরিচালক, এডমিশন (অতিরিক্ত দায়িত্ব) মো: ওমর ফারুক মোল্লা, লাইব্রেরিয়ান মো: ফজলুল কাদের চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন এবং এ কাড পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অর্থ ও হিসাব শাখার পরিচালক মো: মেসবাউল হোসেন, এসইউ’র ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক কাজী জুলকারনাইন সুলতান আলম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আকমল হাকিম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো: লুৎফর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: মাসুদ রানা, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: দিদারুল ইসলাম ভূইঁয়া, এফডিটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: আহসান হাবিব, এএমটি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো: তাজবীর হোসাইন সজীব, ইইই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক মো: রইস উদ্দিন মোল্লা, জনসংযোগ বিভাগের হেড অব পিআর নাহিদ হাসান, কোচ মো: রাসেল আহমেদ, স্পোর্টস কো-অর্ডিনেটর মেহেরাব হোসেন জসি। উক্ত সভার সমন্বয় করেন রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা।