পাকিস্তানে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩১ আগস্ট। শ্রীলংকায় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। তবে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ডাম্বুলায়।
গত ১১ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির সঙ্গে সভা শেষে এশিয়া কাপের সময় সূচি চূড়ান্ত করা হয়।
এ ব্যাপারে আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের সেক্রেটারি পিসিবি প্রধান জাকা আশরাফের সাথে দেখা করার পর এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত করা হয়। উল্লেখ্য, এশিয়া কাপের এ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি- গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।