জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল পাঠদানকারী কলেজসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রফেশনাল শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ জুলাই ২০২৩, রাত ১২টা পর্যন্ত। অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি জমা দেওয়া যাবে ৩১ জুলাই পর্যন্ত। ক্লাস শুরু হবে ২৭ আগস্ট। গত ১০ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অথবা সরাসরি ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৭ আগস্ট থেকে শুরু হবে। ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) প্রসপেক্টাস (প্রফেশনাল)/ ইম্পরট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে।