ভারতের ব্যাঙ্গালুরুতে ২১ জুন শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। টুর্নামেন্টে ৮ দলের মধ্যে সবচেয়ে ভালো র্যাংকিংধারী লেবাননের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা লেবাননের বিপক্ষে একাদশে জায়গা দিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণকে। যিনি কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে ছিলেন না। ইনজুরি কাটিয়ে উঠা এই ডিফেন্ডার আজ লেবানিজ ফরোয়ার্ডদের সামলাবেন।
কম্বোডিয়া ম্যাচে একমাত্র গোলদাতা মজিবর রহমান জনি এই ম্যাচেও একাদশে রয়েছেন। কম্বোডিয়া একাদশ থেকে সাফের একাদশে একটি পরিবর্তন এনেছেন হ্যাভিয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার আলমগীর মোল্লার পরিবর্তে তপুকে দলে ঢুকিয়েছেন। খেলার ফরমেশনে পরিবর্তন আনলেও বাকি দশ জনের কোনো পরিবর্তন নেই।
বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ফয়সাল আহমেদ ফাহিম, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মজিবর রহমান জনি, মেহেদী হাসান, সোহেল রানা ও সুমন রেজা।