দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশীপের ১৪তম আসর আজ থেকে শুরু হচ্ছে। এবারের সাফ চ্যাম্পিয়নশীপে দক্ষিণ এশিয়ার ছয় দেশ-স্বাগতিক ভারত, বাংলাদেশ, ভুটান, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের সঙ্গে কুয়েত ও লেবানন অতিথি দল হিসেবে খেলবে। বাংলাদেশের কোম্পানি বসুন্ধরা গ্রুপ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর কিনেছে। টাইটেল স্পন্সরের পাশাপাশি টুর্নামেন্টের টিভি স্বত্ত্বও কিনেছে বসুন্ধরা। বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে। পুরো টুর্নামেন্ট বাংলায় ধারাভাষ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। যা বিশেষ এক উদ্যোগ। এই টুর্নামেন্টের নামকরণ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর নামে হচ্ছে। টুর্নামেন্টটির অফিসিয়াল নাম ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপ ২০২৩’। এই সিদ্ধান্তটি শেষ মুহূর্তে হওয়ায় লোগো ও ব্যানার তৈরি করছে মার্কেটিং কোম্পানি। ২০০৯ সালের সাফও বঙ্গবন্ধুর নামে হয়েছিল। সেই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল বাংলাদেশের কোম্পানি বেক্সিমকো।
আজ বুধবার (২১ জুন) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে ‘এ’ গ্রুপের দুই দল কুয়েত ও নেপাল। অন্যদিকে, বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন শক্তিশালী লেবাননের বিপক্ষে। ২৮ জুন গ্রুপ পর্বের খেলা শেষ হবে। ১ জুলাই একই দিন দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের সময় এখনো নির্ধারিত হয়নি।
বাংলাদেশের খেলার সময়সূচি
তারিখ | প্রতিপক্ষ | সময় |
২২জুন | লেবানন | বিকেল চারটা |
২৫জুন | মালদ্বীপ | বিকেল চারটা |
২৮জুন | ভুটান | রাত আটটা |