অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে আগের অ্যাশেজে বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিল। সেই শোধ তোলার লক্ষ্যে এবার নিজেদের মাটিতে অজিদের আমন্ত্রণ জানায় ইংলিশরা। তবে প্রথম টেস্ট ম্যাচ জিততে স্বাগতিকদের প্রয়োজন ৭ উইকেট আর অস্ট্রেলিয়ার ১৭৪ রান। ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে গতকাল চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অল্প রানের ব্যবধানে দুটি উইকেট হারায়। দলীয় ৭৮ রানে মারনাস লাবুশেন (১৩) ও ৮৯ রানে ফিরে যান স্টিভ স্মিথ (৬)। দিনের শেষদিকে বোলার স্কট বোল্যান্ডকে সঙ্গে নিয়ে মোটামুটি কিছুটা প্রতিরোধ দেখান খাজা। দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। খাজা ৩৪ এবং বোল্যান্ড ১৩ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড ২টি এবং রবিনসন নেন একটি উইকেট।