উয়েফা নেশনস লিগের ফাইনালে পুরো ৯০ মিনিটেও দুই দলের কেউই গোল করতে পারেনি। এমনকি অতিরিক্ত ৩০ মিনিটের মধ্যে কোনো দল গোল করতে পারেনি। টাইব্রেকারে গিয়ে প্রথম পাঁচটি শটেও সেই একই গল্প। তবে ষষ্ঠ শটেই রফাদফা হয়ে গেল সব। ক্রোয়েশিয়ার হৃদয় ভেঙে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হলো স্পেন। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানের জয় পায় স্পেন। ২০১২ সালে ইউরো জয়ের পর এটি স্পেনের প্রথম মেজর শিরোপা।
এদিকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ জয়ের কীর্তি গড়ল স্পেন। ২০১৮-১৯ মৌসুম থেকে নেশনস লিগ চালু করে উয়েফা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপরের আসরে শিরোপা জেতে ফ্রান্স।