উয়েফা নেশনস লিগের ফাইনালে আজ (রবিবার) রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ক্রোয়েশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে এখনও শিরোপা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। নেদারল্যান্ডসের রটারডামে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ফাইনাল। এই টুর্নামেন্টে গতবারও ফাইনাল খেলেছিল স্পেন। ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে শিরোপা জিততে পারেনি স্পেন। তবে স্পেনকে এখনও কঠিন প্রতিপক্ষ মানছেন ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ।